নিজের ভালোটা বোঝেনা
কষ্ট পায় যে পাগলা টা!
সারারাতটা গলার স্বরে
কাশাকাশি করে আনমনে!
লিখেছিলাম ছন্দ নিয়মিত
উটকো রক্ষক শাসাইত।
রাতের নিদ্রা প্রসার ঘটিল।
হরিণী গমনোদ্যত হইল
পাগল টা যে কষ্ট পাইল!
অকালে দহন নিরবে
নিভৃতে মনটা কাঁদে!
আমার ভালো টা বোঝে!
মন চায় সর্বক্ষণ কাছে
কিন্তু, নিজের ভালোটা বোঝেনা;
শুধুই করে অবহেলা,  
কষ্ট পায় যে পাগলাটা।