অন্ধকারে হাতরে বেড়াই মনের তীব্র বাসনারে!
তুমি আমার ঘুমের মধ্যে হানা দিও গভীর রাতে।
আমি চোখ বুজে শুয়ে থাকি,সুখস্বপ্নে আসবে বলে,
চোখে আমার নিদ্রা নেই, বসে আছি সিংহলে।
শুধু ভাবি এই বুঝি তুমি এসে কড়া নাড়ছ, আমায় ডাকছ।
কিন্তু হায়,সময় চলে যায়,তুমি আর এলে না!
আমার কাছে, এই গভীর রাতের মধু বনে।
ডাকলে না,তোমার দেওয়া সেই ডাকনাম ধরে।
তবুও আমার দুয়ার খুলে রেখেছি তুমি আসবে বলে,
খোলা থাকে আমার দুই আঁখিপল্লব ;
খোলা থাকে আমার হৃদয়ের হতাশার উদ্ভব।
তোমা বিনা আমি ঘুমহীনা, এটাও কি সম্ভব?
হ্যা! খোলা থাকে আমার দুই আঁখিপল্লব।



(বোলপুর শান্তিনিকেতন ১৪/১২/২০১৯)