জোছনাস্নাত গভীর একটি রাত,
মনের জানালায় উঁকি মারছ তুমি
গাছের পাতায় লুকোচুরি খেলছে চাঁদ।
মাঝে মাঝে জোছনা ঠিকরে পড়ছে জানালা দিয়ে,
নির্ঘুম চোখে আকাশের দিকে তাকিয়ে,
অপলক দৃষ্টিতে তাকিয়ে,
ভাবছি তোমার কথা।
ঝিরিঝিরি বাতাস বইছে দক্ষিন কোনে,
হাসনাহেনা সাক্ষি দিচ্ছে রাতের গভীরতার,
তার সুবাসে মন পাগল আমার।
এমন ক্ষনে মন চায়
তোমায় কাছে পেতে, ভালোবাসতে।
পৃথিবী সুন্দর, সুন্দর তুমি,
সুন্দরতমেষু তোমায় ভালোবাসি আমি।
আমি পারিনি কথাটি বলতে তোমায়,
জানি তবু তুমি ভালোবাসো আমায়।
সরিয়ে নিয়েছি নিজেকে চিরদিন
তুমি ভালোবেসেছো আমায়,
খুঁজেছো সারাবেলা সারাদিন।
মন চায় তোমায় কাছে পেতে
পারিনি কাছে টানতে।
বাড়ছে রাতের গভীরতা,
বাড়ছে নিরবতা,
দু চোখে ঘুম নেই,
নির্ঘুম সরলতা।