পাগলী রে তোমার কথা বেশি মনে পড়ছে আজ!
পাগলের মনে সর্বক্ষণ প্রিয়, তোমারই বসবাস।


কিরণময়  মনে আমার, প্রতিচ্ছবি যে তোমার!
হৃদয়ের ভালোবাসায় আজ সূর্য করে হাহাকার।
চাঁদটাও ধন্য হতে চায় তোমার কেশরীর ছোঁয়ায়!
পুর্নিমা আলোকে সজ্জিত যার বদন খানি হায়।


মাধবীলতা, কৃঞ্চচুরা বেশ মানাবে তোমার মাথায়।
তোমাকে ভেবে ভ্রমরেরাও থাকে চেয়ে আশায়,
মধুর ছলে অঙ্গখানি গো; ছুঁতে যদি পায়!
পুর্নিমা আলোকে সজ্জিত যার বদন খানি হায়।


কপালে তোমার সেই কালো টিপ! দেখিতে মন চায়,
আজকেও কি সমান রুপে তুমি দেখা দিবে আমায়?


পাগলী রে তোমার কথা বেশি মনে পরছে আজ!
সমস্ত বিপদ থেকে সর্বত্র তিনিই করবেন মুক্ত।
কলির আর্তনাদ ভালোবাসায় মুগ্ধ,আমি গো বন্দি!
তোমাকে পাওয়ার আসায় পাগলের মনটা করে ফন্দি।


শুনছো কি তুমি? ওগো আমার প্রেমের কলি!
জাগিয়ে তুলেছ মোরে শত স্ফুটনে কামনা আর বাসনায়।
আপন-প্রিয়সী  তুমি আমার হৃদয়ের বন্ধনায়,
যদি চাই সবটুকু তোমার ; শক্তিভিক্ষা দাও গো আমায়।


পাগল মনের ভালোবাসা ছাড়া তোমাকে নেই কিছুই দেবার,
কতই পাগল আমি! কাঙ্গাল শুধু মন পাবার আসায়।
ক্ষমা করে দিও প্রিয়,  পাগলটাকে সারাজীবন,
আগলে রাখলেও রাখতে পারো মনের কোনে সর্বক্ষণ।