পায়গো তোমার আলতো ছোঁয়া
মাঠের সেই তৃণলতা ভাগ্যের তির সীমা।
চরণ খানি যেন সৃজন লতায় গাঁথা!
পাতা সাজিলে হায় আলতা দিয়ে মাখা।
পাগলের হৃদয় কম্পিত বলয়,কখন যে পায় দেখা!
যেমন করে ;মাঠের তৃণলতা ভাগ্যের তির সীমা!
যে পথে চায়, ব্যাকুল ভূমিকায়, সম্মুখ সাহারায়।
কখন যে পাতি বুক আসবে অসীম সুখ;
পৃথিবী প্রলয় সৃজনের আসায় ক্ষান্ত হয়!
চরণ তাহার আজন্ম আহার বীভৎস ক্ষুধায় একটু ভালোবাসায়।


( শান্তিনিকেতন ০৫/০৩/২০২০)