স্বাধীনতা আহা স্বাধীনতা!
শ্রবনে মনে জাগে প্রফুল্লতা।
আজকে মাগো হবো আনমনা,
দিনটি যে নতুন সৃজন এ বোনা।


মনে পরে মাগো, তোমার সেই দিনের কথা?
নিশাচরী দুষ্ট দানবের অত্যাচারের কথা,
কতনা নিপীড়ন গণহত্যার সজ্জা।
কঠোর বাস্তবে, এই দিনটি মাগো শান্তির খেলা।
স্বাধীনতা  আহা  স্বাধীনতা!


লক্ষ্য কোটি সন্তান মাগো করে তোমার উপাসনা,
প্রথম ভোরে বলবো এ যে আমাদের স্বাধীনতা।
এতোটা বছর কাটলো তবুও নেই  নিরাশা!
ভারতমাতার জন্ম বলে আমাদের স্বাধীনতা।
জন্ম তো মাগো আজন্মকালের কথা,
প্রতিটি বছর মাগো নতুন সুরে ভাসা।
স্বাধীনতা আহা স্বাধীনতা!


অন্যদাত্রি মাতা তোমার সন্মানে তুমিই ত্রাতা!
সকল দুঃখ বিমোচন করে শুনে দিনটির কথা।
সে যে আমাদের স্বাধীনতা।