সুখের আলোয় তোমাকে পাই
ডানার আড়ালে লুকিয়ে রাখো আমায়!
কেউ যাতে জানতে না পাড়ে।
অসংখ্য  লোমের পরশ আমায়
এনে দেয় অশুভো কিছু ভাবনায়।
ধাবিত করে তোমার কাছাকাছি!
বোঝনা কেন তুমি ও আমার সুখ পাখি।
মরমিয়ার ডাকে আমায় পাগল করে
তোমার ওই ঘনো কালো চুলে!
মনের কাছে প্রশ্ন কেন উঠে।
তুমি যে আমার সুখ পাখি,
যন্ত্রণা যত, কল্পনাও ততই  বাধি
উদার গগনে চঞ্চলতায়,
বাঁধিবে গো সবার মন!
নিজের অজানাতে, আমার চয়ন!
কোথায় আছো তুমি আমাকে ফেলে
আমার বুকে তোমার আলো যে পরে আছে।
কেন সবাই একই  ভাবে কাছে ডাকে?
তুমি যে আমার সুখ পাখি গো;
সারাজীবন রাখিবো বন্ধনে।