ওগো তন্দ্রাবতী, তুমি আমার বানিজ্য!
তুমি আমার আয়,  তুমি আমার ব্যায়,
পেন্সিলটাও তুমি আর খাতাটাও তুমি।


ওগো তন্দ্রাবতী, তুমি আমার হৃদয়ের স্পন্দন।  
লিখতে গেলেও তুমি, পরতে গেলেও তুমি,
মাঝ খানে পরে থাকে শুধু আকুলতা।


ওগো তন্দ্রাবতী, সকালের উষ্ণতা তুমি,
দুপুরের রোদ তুমি আর নিস্তব্ধ সেই বিকেল!
রাতের শেষে সকালের অপেক্ষাটা তুমি।


ওগো তন্দ্রাবতী, অক্লান্ত পরিশ্রমের বিশ্রাম তুমি,
শত কোলাহলের-মধ্যে নিস্তব্ধতা তুমি,
তুমিতো আমার ওগো চির- ভাবনার সঙ্গী।