একটু খারাব লাগা তোমার, ভিজিয়ে দেয় আঁখি আমার
যোগাযোগ করতে পাড়ছি না গো, করি কি এখন!


এই এলো জল সেই এল জল ভিজছে অবিরল,
“এই আসি নাই, সেই আসি নাই”
করনা গো পাগলী!  ভালো  থাকার ছল।


আলোর সাথে খেলা আর ছায়ার সাথে খেলা
তুমি আমার সুখের  সাথি, আমার দুঃখ বেলা।


এই করো রাগ সেই করো রাগ করো অভিমান,
সব কিছুতেই করো না গো ভালো থাকার  ছল!
একটু খারাব লাগা তোমার, ভিজিয়ে দেয় আঁখি আমার।