অকাল বসন্ত যেন তোমার যৌবনকে
দুলিয়ে দিয়ে গেল
রক্তিম পলাশের রঙে
রাঙিয়ে গেল কোমল ওষ্ঠ যুগল....
ভ্রু -আঁখিপল্লব সর্পিল ঢেউখেলানো বেণী
আর ওই সোনালী উপত্যকা
যেন উথাল-পাথাল।
দখিনা হাওয়ার ছোঁয়ায়
তোমার মনও হলো চঞ্চল
তুমি আমি আর যৌবন অনল
আমাদের পুড়াতে থাকে
সর্বগ্রাসী এই আগুন জ্বলতে দাও
জ্বলতে দাও....
নিভিয়ো না ওকে
ঢেলোনা জল।