ক্লান্ত পথিক আমি খুঁজেছি আশ্রয়
দাঁড়ানোর জন্য দুই-পদ সমান মাটি....
যেখানে মেরুদন্ড টানটান সোজা রেখে
একটু দাঁড়াতে পারি।
আকাশকে ছুঁয়ে দেখার বাসনা নেই
ইচ্ছে নেই চাঁদের দিকে হাত বাড়াবার
শুধু শিরদাঁড়া সোজা রেখে দাঁড়াতে চেয়েছি
মুখোমুখি হতে চেয়েছি অনন্ত সত্যের ,
হিংসা, দ্বেষ আর বিভেদের
দেওয়াল তুলে কে যেন
আমায় প্রতিহত করেছে বারবার
হে পৃথিবী !
আমায় দাও সেই দুই-পদ সমান মাটি
দিও ওই টুকু আশ্রয়
শিরদাঁড়া সোজা রেখে দাঁড়াবার॥