ভালোবাসা বুকের গভীরে
গোপনে মেলামেশা বাড়ির অজান্তে
ভালোবাসা দুজনেই
স্বপ্ন দেখা একসাথে
ঘর বাঁধার কোনদিন কোনো পথ প্রান্তে ।


কনেদেখা....
পাত্র ভালোই ...
পছন্দ অনেেকর
আমার ভালোলাগা থাকতে নেই।

ও বলে ভুলে যেওনা
আমিও কি তা চাই?
তর্কটা বেঁধে যায় এখানেই ।

অপ্রত্যাশিত সেই লগনে..
মা এসে বলে....
ওঠ ছুঁড়ি তোর বিয়ে....।

লাল চেলি আর চন্দনে সেজে
আমি বসে থাকি
ওপাশে চির অপরিচিত একটা লোক..
পুরোহিত মন্ত্র পড়ে
যদিদং হৃদয়ং তব....
শেষ হয় সাতপাকে বাঁধা
মাঝখানে সমিধের আগুনে ...
ভালোবাসা পুড়ে মরে॥