বসন্তকাল আইল্য ঝিলিক
মনটা ক্যেমন করে রে
এমন দিনে তোকে ছ্যাঁড়ে
কি কইরা আমি থ্যাকিই রে।
পলাশ ফুইটল্য গাছে গাছে
আগুন রঙা রঙ রে
আমার মনের আগুন লো সই
কি কইরা আমি নিভ্যাই রে।
কুকিঁল ডাকে কুঁহু সুরে
দখন্যা বাতাস বয় রে
আমার পরাণের ডাক কি রে তুই
শুইনত্যে নাই পাইস রে।
আর কদ্দ্যিন বাদেই করমা পরব
আমার সাথেই লাচব্যি রে
পরব দিনেই তোকে আমি
ইবার বিয়া কইরব্য রে।
মহুয়া খাঁইয়্যে মাতাল হঁইয়্যে
ধিতাং ধিতাং লাইচব্য রে
একি সাথ্যে লাইচব্য লো সই
মাদইল্যে তাল তুইল্যে রে॥