এভাবে ভিজতে ভালোলাগেনা
কষ্ট হয় ভেসে বেড়াতে
সজল বারিধারায় সাঁতার কেটে।
তুমি শীতল হও....
পারোতো জমতে জমতে
বরফ হয়ে জমাট বাঁধো।
প্রকৃতির রোদে স্নান করে আমিও উষ্ণ হই
ক্রমশ তপ্ত হতে হতে.....
একদিন এই উষ্ণতা তোমাকে গলিয়ে
আবার তরল করবে
তুমিও জলীয়বাষ্প হয়ে মেঘের বুকে
ক্ষণিক বিশ্রাম নিয়ে
ঝুপঝাপ বৃষ্টি হয়ে
ঝরে পড়বে প্রকৃতির কোলে ।
নাহয় সেদিনেই ভিজিয়ে দিও আমাকে ॥