মন ফাগুনের কৃষ্ণচুড়া
আলোতে তোলা শির
বুকের মাঝে বেজে চলে
মিষ্টি প্রেমের মঞ্জির।
উদাস বাউল মনরে আমার
খুশির তুফান প্রাণে
মলয় বাতাস আপন মনে
সুর সেধে যায় গানে।
ঝরাপাতারা বাদ্যি বাজায়
মধুর নূপুর ছন্দে
হৃদয় আমার মাতাল হলো
পারুল ফুলের গন্ধে ।
রঙে রঙে সাজলো আকাশ
বাসন্তী রং ফাগে
এই অপরূপ রূপটি তোমার
দেখতে ভালোলাগে।
শিমুল পলাশ শাখায় শাখায়
ফুলেরা সাজায় মেলা
মধুর তোমার আবেশখানি
ফাগুন দিনের বেলা।