জীবনের পরিপক্কতার উজ্জ্বল্যে
মনের শান দিয়ে বাঁধানো সড়কটা
ক্রমশ অদৃশ্য হতে হতে
বিস্তির্ণ কালো রাতের বুকে
হয়তো আশ্রয় নেবে ...
চেনা বাতাসের চেনা ছন্দে
জাগবেনা পাখিদের গান...
আলোর বিপরীতে
শুধুই ব্যস্ত শুণ্যতার পথে
পদে পদে শরীরের ভগ্নাবশেষ মাড়িয়ে
উৎসারিত নীরবতা
মিটিয়ে দেবে সব লেনদেন।
অনন্ত নির্বাসন পত্র হাতে
শাশ্বত আত্মারা ধেয়ে যাবে
নব নব জীবনশৈলীর সন্ধানে
আত্মপ্রতিষ্ঠার বলিষ্ঠ প্রত্যয়ে ॥