ছেঁড়া কথার ভাঁজে আটকানো প্রেম
প্রিয় শব্দদের কফিন....
আর অনুভুতির আকাশে গহিন শূন্যতা
বুকে জড়িয়েই
নেতিয়ে পড়েছে
আমার অপুষ্ট কবিতা।
ক্ষয়িষ্ণু স্মৃতির
ঘৃণা ও ভীতির
মধ্যযামে ভেসে থাকা রাতের উৎসঙ্গে
বিমূর্ত নীরবতা
থমকে দাড়ায়.....
কাব্যের মৃতনগরীতে।
যেখানে ভাসে মৃত চাঁদ
অসুস্থ নক্ষত্ররাজী...
ধেয়ে চলে দিকহীন আবর্তে ।
নিস্তব্ধ ছায়াপথের.....
অন্ধকার কোনো এক কোণে
শূন্য পান্ডুলিপি পড়ে থাকে
একা.....একাকি.......॥