শিল্প না কৃষি এই বিতর্ক দুরেই থাক
দুইয়ের মাঝেই চাই সমন্নয়
"জমি" যে আমার মায়ের সমান
তাকে নিয়ে রাজনীতি নয়।
সুফলা ধরিত্রীর মাটির সন্তান
জমি যে কৃষক জননী
যার কোলে বেড়ে ওঠা
সে তো আমাদের ভূখা পেটে রাখেনি।
শিশু যেমন খুজে পায় প্রাণের রসদ
মাতৃদুগ্ধ পানে
মা-মাটি-মানুষের কোটি সন্তান
তেমনি বেঁচে থাকে আনন্দ হাসি গানে।
কেনো তবে কেড়ে নেবে
সেই হাসি গান?
সুখে আছি ভালো আছি
শতকোটি মাটির সন্তান ।
উন্নয়ন! হোক,তবে তা যেন হয়
মায়ের অলঙ্কার
ব্যথা নয়, ছেলের হাতের শ্রেষ্ঠ উপহার।
সেচ,নিকাশি,উৎপাদন
এটাই যেনো লক্ষ্য হয়
"জমি" যে আমার মায়ের সমান
তাকে নিয়ে রাজনীতি নয়॥