আমার যা কিছু ছিল
সবই তো দিয়েছি
হাত,পা , বুকের পাঁজরে
আটকে থাকা হৃদয় ..
এমনকি মাথাটাও..
শরীরের অলিগলি,শহর প্রান্তর
বর্ণালি বৈচিত্র সবই....
দিয়েছি আর নিঃস্ব হয়েছি;
আজ আমার দুচোখের সামনে
মরনোৎসুক ধু-ধু মরু
শ্মশানের স্তব্ধতাও নাতিদুর...
মৃত্যু জানায় সম্ভাষণ
বিদায় বেলায় ... রইলো জমা
ফ্রক থেকে শাড়িতে..
তোর নান্দনীক উত্তরণ॥