মাথার উপর মেঘলা আকাশ
ডুব মেরেছে সূয্যি মামা
বুকের ভিতর গুমোট গরম
হাওয়ায় উড়ে ঘেমো জামা।


বৃষ্টি ভাঙে শরীর জুড়ে
রোজ দুপুরে চুপিসারে
খোপার বাঁধন আলগা করে
ছায়ার মতন জড়িয়ে ধরে।


সিক্ত দেহে এলোচুলে
বৃষ্টি ফোঁটা চুঁইয়ে পড়ে
ভরদুপুরে বৃষ্টি এসে
এক্কা-দোক্কা নদীটি গড়ে।


বৃষ্টি ভেজা মধুর বেলার
আবেশখানি জমিয়ে রাখা
রোজ দুপুরে বৃষ্টি আসুক
শীতলতার তন্দ্রা মাখা॥