মন একটা নদী ;
জীবনের ভিতর দিয়ে
বয়ে চলা ফল্গু স্রোত
তুমি দেখতে পাওনা
এমনকি আমিও না;
নির্বাধ এলোমেলো গতি
মায়াময় বিস্তার
অনুরাগে বিরাগে স্বপ্নে শিহরণে
ওকে ছোঁয়া যায়
অভিলাষী সংবেদনশীলতায়
বেঁধে রাখা যায়না;
আশা-নিরাশা আনন্দ -বেদনা
হাসি -কান্নার সেতু ভাঙতে ভাঙতে
বয়ে চলে খেয়ালী নিয়মে
একাকী অদৃশ্য প্রত্যয়ে ॥