নীল রঙ খুব প্রিয় ছিল তোর
নীল চুড়িদার, সালোয়ার-কামিজ
তোর বাড়ির উঠোন জুড়েও
নীল অপরাজিতাদের মেলা
নীল আকাশের সাথে
যেন মিশে থাকতিস তুই
তাইতো... তোকে ডেকে যেতাম
'আকাশনীলা'...
তুই কি জানিস ?
আমার নীল স্বপ্নও তোকে ছুঁয়ে যেতো
ছুয়ে যেতো কিশোরী রোদ্দুরের মতো
তোর পেলব দুটিহাত, ভীরু ঠোঁট
সব, সবকিছু...
সেদিন থেকে আমিও হয়েছি তাই
'স্বপ্ননীল '
নীল স্বপ্নের নীল বিষে
বিষাক্ত হয়েছি...
তোকেও কলুষিত ,বিষাক্ত
করে গেছি স্বপ্নে ...
আকাশনীলা !তোর পরশ রেখে যাওয়া
ডানহাতের মধ্যমায়
অ্যামিথিস নীলা আংটি
আজও পরে রয়েছি যত্নে;
তোকে মনে করে ...
প্রতিটি রাত্রে
এখনও জ্বেলে যাই নীল আলো
কেন জানিস !
যদি আবার কোনোদিন
স্বপ্নে ছুঁয়ে যাস আমাকে
নীল আলোয় নীল চোখ দিয়ে
সেদিনও দেখব তোকে..
আকাশনীলা !
পারিস তো কোনোদিন
ছুঁয়ে যাস আমাকে
দুচোখে নীল স্বপ্নের ছবি এঁকে ...
দেখে যাস.....
নীল বিষে বিষাক্ত স্বপ্ননীল
কেমন আছে নীল স্বপ্নসুখে !