একটা রাত পেরোলেই ভোর
একটি পাহাড় ডিঙোলেই অসীম আকাশ
একটা রাত,একটা পাহাড়ের মাঝে
কিছুটা ব্যবধান
ওপারে আত্মবান্ধব মৃত্যু ;
শুধু সময়ের মৃত্যু নেই
নব রূপে অমর সময় শুধু বয়ে যায়
তারই মাঝে পাঁচশিকে
ভানুমতীর খেল,
জীবনের রঙ্গমঞ্চে রংচটা অভিনয় ;
আর জীবন!
সে তো শতাব্দীর ঝা চকচকে দেওয়ালে
আটকানো ক্যালেন্ডারের পাতায়
কয়েকটা সংখ্যা মাত্র !


একটা রাত পেরোলেই ভোর
একটা পাহাড় ডিঙোলেই অসীম আকাশ
আর আকাশের ওপারেই
আমাদের শান্ত গ্রাম 'দিকশূন্যপূর'॥