বিগত দিনের মতোই
বারুদ বুকে কয়েকটা ঘৃণার স্ফুলিঙ্গ
তুলে রাখা গৃহাভিমুখি কালো রাতের
প্রতীক্ষায় ;
ঘুর্ণায়মান উপোসী সংসারে
অপেক্ষমান লজ্জাহীন কলিজায়
বাঁধভাঙা উচ্ছ্বাস
গিলতে চায় প্লাবনে সম্ভোগে
মানুষখেকো আগ্রাসনে;
কর্তব্যের সুরেলা মিশ্রণে
ঘুমরাত আবারও পা দেয়
আকাঙ্ক্ষিত প্ররোচনায়---
সুবোধ পদক্ষেপ হারিয়ে ফেলে
লুকানো সংযম;
ঘৃণার স্ফুলিঙ্গ নিয়েই
বারুদ বুকে
জ্বলে উঠতে হয় প্রতিটি রাত্রে
পুড়ে যেতে হয়,
মিশে যেতে হয়
ছাই হয়ে.... কামনার বধ্যমঞ্চে;
'নারীসঙ্গেই আত্মসুখ' -- এই
আসক্ত বিশ্বাসের দরজায় তালা ঝুলিয়ে
আরও একটি দিন শুরু হয়
ঘুমভাঙানিয়া ঝলমলে প্রত্যুষে॥