জীবনের আয়োজনে কোথাও কি খামতি ছিল!
জন্মের মুহূর্ত থেকে আজকের
পিঠ ঠেকা দেওয়ালে
গুড়ো গুড়ো স্বপ্নরা মাথানত
পায়ের কাছে!
ডানা মেলে প্রেম সেই যে পাখি হলো...
আর ফেরেনি নীড়ে;
পাইনি শিকল বেঁধে রাখার
পায়নি ভরসা কাছে থাকার...
এক বুক আশ্রয়ে ;
স্নেহের আঁচল কবেই ছিঁড়ে গেছে ..
জীর্ণ সুতোয় ব্যথার আঁচড় লেগে;
বিশ্বাসও যে কেনো রাখেনি বিশ্বাস !
বুঝিনা !
মনের ঘরে সাজানো ছিলো
সুদৃশ্য ঠিকানা ...
সব আয়োজন ব্যর্থ হলো..
পিঠ ঠেকা দেওয়াল পিছনে
সামনে ফেলে আসা পথে নিশূতি মায়া
আজ সত্যের মুখোমুখি দাড়িয়ে
আমি এগোতেও পারিনা --
পিছোতেও পারিনা ॥