আউলাকেশী মেঘবালিকা
বাউলবেশী বায়
উড়িয়ে আঁচল নেচে নেচে
কোন সূদূরে ধায়।

কোথায় তোর দেশরে মেয়ে
কোনখানেতে থাকিস
সকাল নেই বিকাল নেই
শুধুই ছুটে মরিস।

বলনা মেয়ে কেমন করে
তুই বৃষ্টি হয়ে ঝরিস
কোন আঁচলের তলায় রে তুই
বাজ'কে বেঁধে রাখিস।

তোর বৃষ্টি হয়ে ঝরে পড়ায়
প্রাণ ফিরে পায় ধরা
তোর গোমড়ামুখো অভিমানে
ধরায় আনিস খরা।

আবার অবিরত ঝরতে গিয়ে
বন্যা ডেকে আনিস
কাঁদিয়ে মোদের ভাসিয়ে মোদের
আকাশে মুখ ঢাকিস।

একই অঙ্গে এত রূপ
কোথায় লুকিয়ে রাখিস
তোকে মুঠোর ভিতর করবো বন্দি
কাছে যদি আসিস ॥