পাহাড় একদিন তার কালো কালো দুটিহাত বাড়িয়ে
আমাকে ডেকে বলেছিল,
আয়, আমায় ছুঁয়ে দেখ
আমি তোকে একবুক উষ্ণতা দেব;
না যাইনি.....
আমি নির্জন বৃষ্টি চেয়েছিলাম
শান্ত আকাশের নীচে শুদ্ধ বারিধারায়
একাকী ভিজেছি।

আমার নির্জন স্নান দেখে
সমুদ্র একদিন....
আমাকে ডেকে বলেছিল,
আমায় ডুবে দেখ
আমি তোকে অবিরত নীল জলে
পরিপূর্ণ স্নান দেব;
না যাইনি...
আমি নির্জন বৃষ্টি চেয়েছিলাম
তাই একাকী ভিজেছি;

তারপর একে একে
অরণ্য ,নদী,পর্বত, আগ্নেয়গিরী
এরকম অনেকেই ডেকেছে
স্বপ্নে , প্রলোভনে...
না ! স্বপ্ন দেখিনি
প্রলুব্ধও হইনি
আমি তাই যাইওনি।
নির্জন বৃষ্টিতে একা একাই ভিজেছি
পুণ্যস্নানে... ;

একদিন করাল মৃত্যুর রূপ নিয়ে
বিষাদ কাছে এসে দাড়াল
আমাকে ছুঁয়ে দিয়ে
হাত ধরে টানল
তার ডাক ফেরানো গেল না...
আজ আমি ও বিষাদ
একসাথে হেঁটে চলি
কথা বলি, কাঁদি
আর.... সময়ে সময়ে
পুরানো ডাকের কথা ভেবে মরি;

ওগো ! পাহাড় ,সমুদ্র ,অরণ্য ,নদী
তোমরা কেন কেউ আমাকে ছুঁয়ে গেলেনা!
তোমাদের কারোর স্পর্শেই হয়তো
লেখা হতো আমার 'মিত ভাগ্যরচনা' ॥