নেবার আগে দেবারও আছে কিছু
মনের দরজা তাইতো খোলা হাট;
যদি তুমি আসতে পারো পিছু
সামনে এসে বাড়াবোনা কেন হাত।

তোমার দুঃখ আমার বুকেতে ভেঙে
হালকা যদি একটু হতে পারো;
পাহাড় প্রমান কঠিন শীলা বুকে
তোমার সাথে হাঁটতে পারি আরো ।

চলার পথে আসবে জানি বাধা
চারটি হাতে সরাবো তা ঠেলে;
ক্লান্ত চরণ থেমে যেতে চায় যদি
এগোতে পারি তাকেও রেখে ফেলে ।

মৃত্যু যেদিন দাঁড়াবে সামনে এসে
নামবে আঁধার চারটি চোখের কোণে ;
বৈচিত্রের ভিন্ন একটা স্বাদে
প্রেম দিয়ে প্রেম মৃত্যুকে নেবো চিনে॥