আরও একটা ব্যর্থ দিন পেরিয়ে যায়
সময়ের সুড়ঙ্গ পথে...
আরও একটা জীবন্ত লাশ
ডাই হয়
একাকীত্বের লাশকাটা ঘরে
বৃদ্ধ সিলিং!
আর কতো আলাপ রয়েছে বাকি!
আর কতটা বুঝতে চাও আমাকে
আকাশ-জমিন বিচ্ছিন্ন সম্পর্কে !
নির্জন নিস্তব্ধ বৃষ্টির মতো কাঁদিয়ে;
দুচোখ ভরা মানসিক অবসাদে
আচ্ছন্ন কর্মহীন দিন
অনিশ্চিত প্রাপ্তির মুখোমুখি নীরবতায়
আজও রেখছো শর্তবিহীন;
ঝুলন্ত বৃদ্ধ সিলিং !
আর কতগুলো ব্যর্থ দিনের লাশ
ডাই হলে
তার উপর দু'পা রেখে
ছুতে পারবো একজীবনের ঋণ ॥