ছাইচাপা আগুনটা জ্বলছিল
কর্মক্লান্ত লৌহকঠিন বুকের ভিতরে,
তাই জমানো ক্ষোভ উগরে দিয়েছি
শিকাগোর হেমার্কেটের রাস্তায় ;
বুঝিয়েছি আমরাও মানুষ
আমাদেরও আছে প্রাণ
ছিনিয়েছি অধিকার
বাঁচবার;
দেখিয়েছি আমরা কোনো যন্ত্র নই,
রক্তমাংসের মানুষ ,
আমাদেরও আছে ক্লান্তি
আমাদেরও আছে সংসার ;
আছে অবসর
আমাদেরও আছে সুখ-শান্তি;

হেমার্কেটের রাস্তায় তোমার বুলেট,
যেদিন বিদীর্ণ করল আমাদের বুক
বয়ে গেল রক্ত নদী,
শত শ্রমিকের রক্তে ভিজে
অধিকারের নিশান হাতে ছুটে গেছি
আমেরিকার পথে পথে;
আটলান্টিক মহাসাগর ডিঙিয়ে
প্যারিসকে ছুঁয়েছি,
ওখান থেকে আমস্টারডাম হয়ে রাশিয়ায়
তারপর সমগ্র ইওরোপ ছুটে বেড়িয়ে
পা রেখেছি আফ্রিকা,এশিয়ায়;
গেঁথেছি নিশান
ছিনিয়েছি অধিকার বাঁচবার;


আমাদের বিপ্লবের দিন
আজও শেষ হয়নি;
দিকে দিকে এখনও শ্রমিকের
বিপন্ন অধিকার ;
আমরা তাই আজও ছুটে চলেছি
বিশ্বের এইপ্রান্ত থেকে ওই প্রান্তে ;
মনে রেখো ক্যাপিটালিষ্ট সমাজ!
আমাদের চলার পথে
দিতে চাও যদি বাধা
সেদিনেই থমকে যাবে
তোমার মেকি বিশ্বায়নের
আস্ফালনের চাকা;

আমরা ছুটছি,বিশ্বের পথে পথে
"আট ঘন্টা" কাজের অধিকারের দাবিতে
আমরা আসছি
বাঁচার অধিকার ছিনিয়ে নিতে॥