এখানে
আকাশ এসে থমকে দাড়ায়
রোদ খেলে যায় লুকোচুরি ;
পাহাড় ঘেঁষে দাড়িয়ে থাকে
সবুজ মেয়ে সোনাঝুরি॥


এখানে
শালের আগায় সূর্য ওঠে
সন্ধ্যা নামে পিয়াল শাখায়;
প্রকৃতি রানী ঘুমিয়ে থাকে
মহুলবনের শান্ত ছায়ায়॥


এখানে
কাঁকুরে মাটির রুক্ষ পথে
শান্ত হাওয়া ঢেউ খেলে যায়;
নাম না জানা শত পাখি
মধুর সুরে গান গুলি গায়॥


এখানে
কাঁসাই শিলাই নদীর স্রোতে
জীবন তরী নাও বেয়ে যায়;
প্রকৃতি মায়ের শান্ত কোলে
যমজ দুটি মেয়ে ঘুমায়॥