হলুদ আলোয় তোমার উড়ে যাওয়া
দেখেই বুঝেছি...
স্মৃতির প্রকোষ্ঠে জমেছে
মেজাজী মৌতাত;
অশরীরী স্বপ্নের দর্পণে
ধরে রাখো আত্মীক অভিমান ;
কখনও তাই ..
হেসে ওঠো ব্যঙ্গচ্ছলে ;


আমার ও ছায়ার মাঝে
শুয়ে থাকে একটা শব্দসেতু,
যার উপর দিয়ে
পাঠাতে পারি.....
কিছু গুঁড়ো গুঁড়ো শব্দমালা...
যার অণু- পরমাণু জুড়ে
একাকী ভঙ্গুর অতীত
পুরোটাই নিজস্ব ॥