কাঠফাটা রোদ
ছেঁড়া দুপুর ;
স্মৃতির পাতায়
একটু মেদুর।


#


একটা সাগর
ভাঙছিলো ঢেউ ;
বুকপেতে তা
নিচ্ছিলো কেউ।


#


সেদিনও ছিলো
দুপুর এমন;
বালুকা বেলায়
ক্লান্ত শয়ন।


#


শান্ত হাওয়া
বইছিলো ধীর;
জোয়ার - ভাটা
গিলছিলো তীর ।


#


ভাটার টানে
ফিরলো জোয়ার;
একা সৈকত
দাড়িয়ে আবার।


#


আজও সাগর
ভাঙছে ঢেউ ;
শুধু বুকপেতেছে
অন্য কেউ ॥