দেওয়ালের পোক্ত ভীতের মতো
দরাজ বুক পেতে দিয়েছিলে,
তার উপর গেঁথে গেছি
এক একটা সম্পর্কের ইঁট ;
বালি সিমেন্টের পলেস্তারা নয়..
সম্পর্কের উপর দিয়ে গেছি
ভালোবাসা ও বিশ্বাসের প্রলেপ;
তারপর যেদিন....
আমাদের সম্পর্কের প্রাসাদটি আকাশচুম্বি হলো...
সেদিন সবচেয়ে উপরের ফ্লোরে
সাজালাম স্বপ্নের মধুবাসর;
বাইরের ঝড়, বৃষ্টি রোদের হাত থেকে
আমাকে রক্ষা করলে...
মাথার উপর একটা ছাদ দিলে..
অথচ , বিনীদ্র মধুচন্দ্রিমা জেগে থাকল
নিঃশব্দ সূর্যালোকের মতো স্পর্শহীন অনুভবে;


আজ, খোলা বাতায়ন দিয়ে ঢুকে পড়ছে
হু হু ঝোড়ো বাতাস..
দুরের সমুদ্রতটে আছড়ে পড়ছে সর্বগ্রাসী সুনামী
আজ আর একবার
নতুন করে দেখতে চাই...
তোমার ও আমার সম্পর্কের ভীতটা
ঠিক কতটা দামী ॥