সুদুর নক্ষত্রলোকের হাতে
যেদিন রেখে যাবো নিঃশর্ত আত্মসমর্পণ,
পাশের আকাশ থেকে চেয়ে নিস
একমুঠো ধূসর রঙ ;
সমুদ্রের এক আঁজলা নোনা জলে
ওই রঙ গুলে নিয়ে
ছড়িয়ে নিস রঙিন ডানায় ;
সেজে উঠিস ধূসর বৈধব্যে ;
আকস্মিক ঝড়ে
ভেঙে পড়া ডানা নিয়ে
যোজন যোজন আলোকবর্ষ দুরে..
তুই আর উড়তে পারবিনা জানি ;
কড়িকাঠের কোটরে
পোড়ো বাড়ির অন্ধকার ঘুলঘুলি
ও ভাঙা কার্নিশেই
সেরে নিস আকাশচারণ
আর আমৃত্যু একাকী নিজস্ব দিনগুলি॥