জমানো মেঘ নেমে আসে
কলমের ধারাপাতে,
সিক্ত পথের বাঁকে বাঁকে
কয়েকটা জমানো আশ্বাস ;
লতানো গদ্যের
সিঁড়ি বেয়ে উঠে যায়
কবিতারা বারোমাস।


জমাট আঁধারের স্বপ্নরা
এলোমেলো পথ খুঁজে গহ্বরের;
তারপর....
দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে
নামতে নামতে
একটা বিমর্ষ দিন শেষ হয়
পদাতিক পদ্যের॥