কর্তব্যেই জড়িয়ে অমরতা;
হিসেবের বাইরে কৃতির মূল্যায়ন..
যদিও আলো ও আঁধার
এই দুই নিয়েই জীবন ;
পরিস্রুত আলোর উপস্থিতিতেই আঁধারের যবনিকা;
গোরা গালে একটা তিল
কারো কাছে সৌন্দর্যের হলেও
কারো কাছে তা কালিমা;
সূচীভেদ্য আঁধারের বুকে
একা একটা জোনাকিও
ঘুচিয়ে যায় কিছুটা কালো;
আপনি আশাবাদী কি নিরাশাবাদী তা জেনে
আমার কিচ্ছুটি হবেনা
যে ভালো সে নিজের কাছে ভালো;
বাকিটা মূল্যায়ন ?
আপনার ও আমার চোখের রেটিনা
আর মস্তিষ্কের পিট্যুইটারি গ্ল্যান্ডের
সংযুক্ত ক্রিয়ারেই
সংবেদনশীল প্রতিফলন॥