পরিত্যক্ত সরণীর হারানো শৈশব
ধুলোময় পথের ধারে
পড়ে থাকা সুখ,
দেহাতি সংসার
অবগুণ্ঠিত সময়ের মুখ,
বেনোজলে তোলপাড়
পাললিক বুক;
সবই তো নিয়েছে কাল।
আজেরটা আজই নগদ
শুধু সন্ধ্যেটুকু পেরোতে দাও...
কালেরটা ঠিক বুঝে নেবে কাল॥