নির্ভার সময়ের কোলে মাথা রেখে
আপাদমস্তক একটা দেহ শুয়ে থাকে
মহাকালের ভেলায়;
প্রাত্যাহিক চেতনায়
ভোরের আলো...
প্রণয় পরশ এঁকে গেলে
সমস্ত মৃতদের উদ্দেশ্যে
পূন্যাহ সেরে
গর্ভস্থ জরায়ু
জীবিত সন্তান প্রসব করে
অতলস্পর্শী নক্ষত্রসভায়॥