দিনান্তের শরীরী উষ্ণতায়
একটা প্রবহমান নদী
নিজেকে চিনতে চায়;
কৌতূহলী আশ্লেষে
নতুন করে আবিষ্কার করতে চায়
প্রবাহিত বুক।
ধ্যানস্থ কৌমার্য ভেঙে
বেয়াদবি যৌবনে জারিত বেশ্যাসক্তির
নেপথ্য সুখ
যেন আজও এক একটা
খেয়ালি দৃশ্যকাব্য।

উৎস থেকে মোহনার
আদ্যান্ত সতীজীবন
সাগরের বুকে খুজে নেয়
প্রান্তিক নিশ্চয়তা ;
যার কোলে শুয়ে থেকে
তদ্ভব বিদ্রূপ
ফেনীল তরঙ্গের সোহাগী দৃশ্যে
হয়ে উঠে মোহময় সুখপাঠ্য॥