আলোহীন পথ আর ধোঁয়ার কুন্ডলি পেরিয়ে
নতুন করে তোমার উন্মোচন ;
কিশোরী বিকেলের রঙে রঙিন উড়না
একগুচ্ছ আলোর অভ্যর্থনার ফাঁদ পেতে
হয়তো চেয়েছিল...
কোনো কল্পিত রহস্যের উদঘাটন;

আমার জমানো আবেদন
যখনই গুঁড়ো গুঁড়ো করে
ছড়িয়ে দিতে চেয়েছি
শরীরের অনুতে-পরমাণুতে
তখনই দেখেছি ...
দুচোখে জেগে থাকা
স্বৈরিণী আত্মার দ্যুতি;
তবুও অপ্রেম আবেদনের
কম্পিত অনুভূতি
কখন যে যৌবন অনলে
দিয়েছিল আত্মাহুতি
নিজেই জানিনা ;
শুধু জানি বুকের মাঝে
অদৃশ্য দুটি আগুন পায়ের
অামৃত্যু নাচানাচি ॥