মাটির কাছাকাছি বর্তমানের সবটুকু নিয়ে
আমাকে ফিরিয়ে দাও অতীতের কান্না ;
কতটুকু বাস্তবতা দিলে
তার বিনিময়ে
এনে দিতে পারো সেই কৈশোরোর ঘুড়ি;
ভাবনার সুতো কেটে
কিশোর প্রেমের ঘুড়িটা
যেদিন তোমার উদ্ধত ছাতের মাথায় আটকে ছিল;
আমি বারবার তোমার কাছে
করুন মিনতি রেখেছিলাম
তা ফিরিয়ে দেবার ;
না দাওনি ফিরিয়ে ..
আকাশের সাথে মিতালি পাতিয়ে
একটা বন্দি মেঘচিলের পায়ে
আটকে দিয়েছিলে কিশোর ঘুড়ি;
তারপর সে সেটিকে নিয়ে
কোথায় যে জমালো পাড়ি
তুমি জানো?


আমাকে আর একবার ফিরিয়ে দাও অতিতের কান্না ..
এনে দাও মেঘচিল--
ভাবনার সুতোকাটা ঘুড়ি;
কি সখ্যতা রেখেছে তো!
আকাশের সাথে আজও ॥