দোলনচাঁপা গাছের ছায়ায়
আঁচল চাপা যৌবন;
পাশের বাড়ির নববধুর
বাঁকা চোখে আমন্ত্রণ ।

নূপুর পায়ে ঢের ছুটেছিস
আলসে দুপুর একলা ঘর;
শীতলতা তো পেয়েই গেছিস
এবার একটু আয়েশ কর ।

তোর উঠোন জুড়ে চাঁদের খেলা
সংসারে তোর পূর্ণিমা রাত;
অবগুণ্ঠিতা সোহাগী বউ
এভাবে কি কেউ বাড়ায় হাত!

আমায় না হয় ভুলেই থাকিস
রাধা হয়ে কি লাভ বল!
কলির কৃষ্ণ হবোনা আমি
ভাঙবোনা ওই ধর্মের কল ॥