বৃষ্টি ! তুইতো জানিস
তোর ও আমার মাঝে
একপাহাড় ব্যবধান নিয়ে দাড়িয়ে আছে
একটা লাজুক উঠোন;
আড়াআড়ি চৌকাঠ বরাবর
কিছুটা পিচ্ছল, কিছুটা সুগম;
ইচ্ছে করলেই আমি যাকে
একলাফে ডিঙোতে পারি;
বৃষ্টি তুই কি পারবি!
তার লজ্জা ভেঙে
আমাকে ভিজিয়ে দিতে-
যেভাবে গাছেরা ভিজে প্রতিটি বর্ষায়
ঋতুকালীন মেঘেদের ভাঙনে॥