কবিতা ! যদি পারিস
আমাকে পুড়িয়ে অঙ্গার করে দিস;
আমার অঙ্গার গুড়ো করে মাখিয়ে নিস
তোর চেতনার ঘাম;
দ্রবীভূত অঙ্গার তোর চেতনার ঘামে
কালি হয়ে উঠলে
ভরে দিস আমার শূন্য কলমে..
যার কালি শূন্য আজ
তোরই কোমল সৃজনে;


কবিতা ! তারপর আমার কলম তুলে দিস
আমারই কোনো এক উত্তরসূরীর হাতে
যার হাত ধরে জন্ম নেবে
কয়েকপাতা কঠোর গদ্য আর...
আমার আধপাতা ঝলসানো জীবনপঞ্জি ॥