তোর ভৌগলিক সীমানার ধারঘেঁসে
হাঁটতে হাঁটতে
কখন যে গিলে ফেলছি একটা আস্ত মানচিত্র
নিজেই জানিনা ;
গলাধঃকৃত মানচিত্র ভরা পেটে
যখন বেদনাটা চাগিয়ে উঠল
ঠিক তখনই ...
সম্বিত ফিরল
আমার এক পা মাটিতে
আর একটা পা আকাশে ;
নীচে তাকিয়ে দেখলাম
আমার আজানু লম্বিত পা
যেখানে মাটি স্পর্শ করেছে
সেখানে ভিন্ন একটা মানচিত্র
অনুভূমিক শুয়ে আছে বুক পেতে;
তার অরণ্য নদী পর্বতে
কাতর আহ্বান
যা কষ্ট হয় ফিরিয়ে দিতে॥