কখনো কখনো নিজের নাম
নিজেকে ডিঙিয়ে
স্বপূর্বক অধিবাসের দাবী রাখে;
প্রশ্ন জাগে
কে বড় , নিজে না নিজের নাম !
হতাশার শত্রু ও আশার বন্ধু রূপে
যাকে স্ব-অঙ্গের মতো বয়ে বেড়ানো সাথে
তবুও মনে হয় বড্ড অপরিচিত
বড্ড মোহময় ওর বিস্তৃতি ;
অনেকটা হাতের তালুর মতো
যাকে চিনতেই এক জীবনের অপেক্ষা ;
এক- আমি অথচ ওর মধ্যে
শত সহস্র আমির উপস্থিতি ;
কালের সাক্ষী ইতিহাসের হাত ধরে
তাই ও অমর
লিপি, শিলালেখ, প্রশস্তি শুধু ওর জন্য
এক আমি বড্ড অসহায় একাকী নগণ্য ॥