শব্দের খোল নিঙড়ে
মেটাতে হয় কবিতার তেষ্টা;
কিছু কিছু দুঃখ ভেঙেও
গড়ে নিতে হয় স্বপ্নের রাজপ্রাসাদ-
সভাসদ থাক বা না থাক
চেতনার মন্দার মেখে
একাকী রাজপ্রাসাদ তো হতে পারবে
আমার নিঃশব্দ  কবিতার নির্বাক শ্রোতা।
তুমি শুধু রেখে যেও ভঙ্গিল স্বপ্নের
চেনা কিছু কথা ॥