লোকশ্রুতি ছিলোই
শুধু তুমি ছিলেনা তাই
জতুগৃহে আগুনটা জ্বলছিলো;
তোমার টকটকে জিহ্বা জুড়ে
ছেয়ে থাকা প্রত্যাশার হিম
অগ্নিসাক্ষ্য সংসার লেহন করে
লালা রূপে ঝরে আসে
টিপটিপ টুপটাপ;
আগুনটা থেমে গেলেও
শ্রুতিকথা চলছেই
ফিসফিস ফিসফাস;
জ্বালাটাও জ্বলছে
ধিকিধিকি চুপচাপ ॥