অসুস্থ রাষ্ট্রের মাথায়
প্রত্যাশার হাত বুলিয়ে
স্বাধীনতা নামক বৃদ্ধটি একদিন বলেছিল
-আমি এসে গেছি
চিন্তা নেই ..
একদিন তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে;
এই বলে স্বাধীনতা
ডাক্তার ভেবে ডেকে আনলো
কসাই রূপি রাজনীতিকে;
অসুস্থ রাষ্ট্রের চিকিৎসার ভার পড়ল ওর হাতে;
অসহায় রুগ্ন রাষ্ট্রের
অসহায়ত্বের সুযোগ নিয়ে
চিকিৎসার নামে চলল ক্রমাগত ধর্ষণ অত্যাচার
এক, দুই, তিন, চার ... অসংখ্য বার
ক্রমাগত ধর্ষণে রজঃশীলা রাষ্ট্র
একদিন হয়ে উঠলো পোয়াতি।
আজ  তার জঠর জুড়ে
শুধুই অঙ্কুরিত রাজনীতির বীজ
আগামীর সুবিশাল মহীরুহ বিষবৃক্ষ
যার ডালপালা পৃথিবী ছাড়িয়ে
একদিন ঠিক ছুঁয়ে ফেলবে
একটুকরো মহাকাশ ॥